Bangla
3 days ago

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ

Published :

Updated :

ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। আজ বুধবার (৭ মে)  এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযম দেখানোর এবং এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।”

বিবৃতিতে আরও বলা হয়, “আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশা করে যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই উত্তেজনা প্রশমিত হবে এবং এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি প্রতিষ্ঠিত হবে।” 

 

Share this news