
Published :
Updated :

ভারতের হিমাচল প্রদেশে পাহাড় থেকে পড়া পাথরের চাপায় কমপক্ষে ১৮ জন বাসযাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় রাতে রাজ্যের বিলাসপুর জেলার ভালুঘাটে দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৩০–৩৫ যাত্রী বহনকারী বাসটি হরিয়ানা থেকে বিলাসপুরের কাছে ঘুমারউইনের পথে যাচ্ছিল, তখন ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে পুরো বাসটিকে ঢেকে দেয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রাণ যায় অনেকের। পরে, আহতদের উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেছেন।
স্থানীয় প্রশাসন, পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী উদ্ধারকাজ চালানোর জন্য ঘটনাস্থলে রয়েছেন। কর্মকর্তারা জানান, মঙ্গলবার বিলাসপুরে ১২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরফলে অনেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে।

For all latest news, follow The Financial Express Google News channel.