Published :
Updated :
ভারত থেকে পুশ-ইনের মাধ্যমে আসা ব্যক্তিদের মধ্যে যদি প্রকৃত বাংলাদেশি কেউ থাকেন, তবে তাদের ফিরিয়ে দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তবে যেসব ব্যক্তি ভারতীয় নাগরিক বা রোহিঙ্গা, তাদের নিয়ম অনুযায়ী ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি।
শনিবার (১৭ মে) সাতক্ষীরার সুন্দরবনের বয়েসিং খালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন ভাসমান বিওপি উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে যেন পুশ-ইনের বদলে কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা হয়। যারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে, তাদের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে। তবে বাংলাদেশের পুশব্যাকের চিন্তা নেই বলে মন্তব্য করেন তিনি।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্তে পুশ-ইন ঠেকাতে স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ করছে বিজিবি। তিনি জানান, এসব প্রবেশের মাধ্যমে জঙ্গি বা সন্ত্রাসী অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে।
সুন্দরবনের রায়মঙ্গল নদী ও বয়েসিং খালের সংযোগস্থলে উদ্বোধন হওয়া নতুন ভাসমান বিওপি সীমান্তের নিরাপত্তা বাড়াতে সহায়ক হবে। এটি যশোর রিজিয়নের আওতায় রিভারাইন বর্ডার গার্ডের তত্ত্বাবধানে চলবে।
বিজিবি জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের ১৮০ কিলোমিটার জলপথ রয়েছে, যার মধ্যে ৭৯ কিলোমিটার সুন্দরবনের গভীর এলাকায়। এসব এলাকায় নজরদারি কঠিন হলেও বিজিবি নজরদারি অব্যাহত রেখেছে।
এই নতুন বিওপিতে ৩৫ জন সদস্য দায়িত্ব পালন করবেন, যারা মানবপাচার, মাদক ও চোরাচালান রোধ, জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও বন সম্পদ সুরক্ষায় কাজ করবেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।