Bangla
2 days ago

ভারতীয়দের ভিসা স্থগিত করলো পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

Published :

Updated :

ভারত-শাসিত কাশ্মিরে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হামলার জেরে দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ নিয়েছে।

হামলার পর পাকিস্তান ভারতীয় নাগরিকদের সব ভিসা স্থগিত করে, কয়েকজন ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করে এবং ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়।

এদিকে ভারতও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনে, ওয়াঘা সীমান্ত বন্ধ করে, পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করে এবং সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণা দেয়।

বিবিসি জানায়, কাশ্মিরের পেহেলগামে মঙ্গলবারের হামলাটি সাম্প্রতিক বছরের সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। পুলিশ ঘটনার পর প্রায় ১ হাজার ৫০০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ধীরে ধীরে এলাকাটিতে দোকানপাট ও স্কুল খুলতে শুরু করেছে।

এছাড়া, হামলার পর ভারতের বিভিন্ন রাজ্যে কাশ্মিরি মুসলিম শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ উঠেছে। 

Share this news