Bangla
2 days ago

ভারতের ১২ ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি পাকিস্তান সেনাবাহিনীর

Published :

Updated :

ভারত কর্তৃক হামলার একদিন পর আকাশসীমা লঙ্ঘনকারী ভারতের ১২টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশগুলোর মধ্যে বৃহত্তর সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। 

ভারত করাচি এবং লাহোরসহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হারোপ ড্রোন পাঠিয়েছে এবং তাদের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী।

তিনি বলেন, "পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় ড্রোন পাঠানো অব্যাহত রয়েছে... এই নগ্ন আগ্রাসনের জন্য চরম মূল্য (ভারতকে) দিতে বাধ্য হবে।" 

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

বুধবার ভোরে ভারত পাকিস্তানে "সন্ত্রাসী অবকাঠামো" লক্ষ্য করে হামলা চালায়। এর দুই সপ্তাহ আগে, ভারতীয় কাশ্মীরে একটি হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ইসলামিক দেশটির জড়িত থাকার অভিযোগ তুলেছিল ভারত।

ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করেছে এবং ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তারা আরও বলেছে, তারা পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। বেইজিংয়ে ভারতীয় দূতাবাস যুদ্ধবিমান ভূপাতিত করার খবরকে "ভুল তথ্য" বলে অভিহিত করেছে।  

Share this news