Bangla
a day ago

ভারতের এস-৪০০ ধ্বংসের দাবি পাকিস্তানের

Published :

Updated :

পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ধ্বংস করেছে।

শনিবার (১০ মে) চালানো 'অপারেশন বুনিয়ান মারসুস'-এর অংশ হিসেবে ভারতের পাঞ্জাব রাজ্যের জালান্দারের আদমপুরে এই হামলা হয় বলে জানায় ইসলামাবাদ।

হামলার পর পাকিস্তান একে একে বিভিন্ন সাফল্যের দাবি করে। এমনকি তারা দাবি করেছে, সাইবার হামলার মাধ্যমে বিজেপির সব ওয়েবসাইট হ্যাক করেছে।

রাশিয়া থেকে প্রায় দেড় বিলিয়ন ডলার ব্যয়ে এস-৪০০ কিনেছিল ভারত। তবে পাকিস্তানের দাবি করা এ হামলার সত্যতা নিশ্চিত করতে পারেনি বিবিসি, আর ভারতও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এর আগেও পাকিস্তান জানিয়েছে, তারা ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়ে দুটি বিমানঘাঁটি ধ্বংস করেছে।

Share this news