Published :
Updated :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে সদ্য উদ্বোধন হওয়া মাওলানা ভাসানী তিস্তা সেতুর বিদ্যুৎ সংযোগের অন্তত ৩০০ মিটার তার চুরি হয়ে গেছে। এতে উদ্বোধনের দিন থেকেই সেতু এলাকা অন্ধকারে ডুবে যায়, যার কারণে নিরাপত্তা ও ভোগান্তির মুখে পড়েন লাখো দর্শনার্থী।
বুধবার (২০ আগস্ট) সেতুর উদ্বোধনের দিন সংযোগ নিতে গিয়ে সেতু কর্তৃপক্ষ লক্ষ্য করেন বিদ্যুৎ সরবরাহের তার নেই। পরে প্রাথমিকভাবে জেনারেটর ব্যবহার করে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। সন্ধ্যার পর সেতু দেখতে আসা বিপুল সংখ্যক মানুষ অন্ধকারে পড়ে যান।
যদিও শুরুতে ঘটনাটি গোপন রাখা হয়, পরে ভিডিও বার্তার মাধ্যমে কর্তৃপক্ষ তার চুরির বিষয়টি স্বীকার করে। তবে এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।
সেতুর শোভাবর্ধনে ব্যবহৃত খুঁটিগুলোতে কোনো বিদ্যুৎ সংযোগ না থাকায় পুরো সেতু এলাকা ঘুটঘুটে অন্ধকারে পরিণত হয়। এতে যানজট ও নিরাপত্তাহীনতার পরিস্থিতি তৈরি হয়।
সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বলেন, “কবে তার চুরি হয়েছে, সেটা আমরা জানি না। বাতি না জ্বলার পর বুঝতে পারি কোথাও সমস্যা হয়েছে। বর্তমানে সংযোগ মেরামতের কাজ চলছে।”
এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী উজ্জল চক্রবর্তী জানান, “আমরাও চিন্তায় আছি। সেতু ও আশপাশে কোনো লাইট জ্বলে না ওঠায় পরে দেখা যায় অন্তত ৩০০ মিটার সংযোগ তার চুরি হয়েছে। বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে, স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এতো নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কীভাবে এ ঘটনা ঘটল তা বোধগম্য নয়। সুন্দরগঞ্জ থানার পুলিশ জানায়, তারা মানুষের মুখে শুনেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।