Published :
Updated :
নির্বাচনকে স্বচ্ছ করার লক্ষ্যে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হলেও প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যতে আর ইভিএম ব্যবহার না করার।
বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, কেবল জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম ব্যবহার থেকে সরে আসছে ইসি।
কমিশনার সানাউল্লাহ আরও জানান, জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়া প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে একটি বিশেষ রেজিস্ট্রেশন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। পোস্টাল ব্যালটের জন্য প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি টাকা।