Bangla
2 days ago

ভরিতে সোনার দাম বাড়ল ১,৫০০ টাকা

Published :

Updated :

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (২২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১,৫০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন দর আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় দেশীয় বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য দাঁড়িয়েছে ১,৭১,৬০১ টাকা। আগে যা ছিল ১,৭০,৫৫১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ১,৬৩,৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১,৪০,৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১,১৬,১২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে সোনার দামে পরিবর্তন এলেও রুপার বাজার স্থির রয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ২,৮১১ টাকা, ২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১,৭২৬ টাকাতেই বিক্রি হচ্ছে। 

Share this news