Published :
Updated :
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট, বাবুরহাট ও কেদার সীমান্ত দিয়ে ২৩ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ-ইন করেছে। মঙ্গলবার (২৭ মে) ভোরে এ ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে।
বিজিবি জানিয়েছে, এখনও আটক ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি। কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, তাদের ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে একই দিন ভোরে রৌমারীর বড়াইবাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ আরও ১৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায়, যাদের অধিকাংশই ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে।
ভূরুঙ্গামারীর স্থানীয় সূত্র জানায়, সোনাহাট দিয়ে ৯ জন, বাবুরহাট দিয়ে ৮ জন ও কেদার সীমান্ত দিয়ে ৬ জনকে পাঠানো হয়। বিজিবি এ বিষয়ে প্রতিবাদ জানাতে বিএসএফকে পতাকা বৈঠকের প্রস্তাব দিয়েছে।