Bangla
2 days ago

ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্ত না হতে সেনাবাহিনীর সতর্কবার্তা

Published :

Updated :

বাংলাদেশ সেনাবাহিনী শুক্রবার এক ফেসবুক পোস্টে জানিয়েছে, তাদের লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে। এতে বিভ্রান্ত না হতে জনগণকে সতর্ক করেছে সেনাবাহিনী।

পোস্টে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল এই ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি ও সেনাবাহিনী-জনগণের মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা করছে।

সেনাবাহিনী সবাইকে গুজবে কান না দিয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। 

500762566-1110410581119111-2195501455245125612-n

পোস্টের সঙ্গে ভুয়া বিজ্ঞপ্তির ছবিও প্রকাশ করা হয়েছে। 

Share this news