Bangla
3 days ago

ভয়েস অব আমেরিকার ৫০০ সাংবাদিককে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন

Published :

Updated :

ট্রাম্প প্রশাসন ফেডারেল অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক বার্তা সংস্থা ভয়েস অব আমেরিকার (ভিওএ) প্রায় ৫০০ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে সংস্থাটিকে ‘উগ্রপন্থি’ বলে সমালোচনা করে হোয়াইট হাউজ।

ভিওএ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ক্যারি লেক জানান, এই সিদ্ধান্ত ফেডারেল আমলাতন্ত্র কমানো, সেবার মান উন্নয়ন এবং করদাতাদের অর্থ সাশ্রয়ের জন্য নেওয়া হয়েছে। তবে কর্মীদের ইউনিয়ন একে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছে।

ভিওএ প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার জবাবে এবং বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা, যা প্রায় ৫০টি ভাষায় সংবাদ প্রচার করে।

এই আউটলেটের ৫৩২টি পদ থেকে লোকজনকে ছাটাই করা হবে বলে জানা গেছে। এর আগে জুন মাসে লেক ঘোষণা দিয়েছিলেন ৬৩৯ কর্মীকে বরখাস্ত করা হবে। তবে কাগজপত্রের ত্রুটির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত হয় এবং কয়েকজন কর্মী আদালতে মামলা করেন।

শুক্রবার রাতে এই ঘোষণা আসে যখন একজন বিচারক রায় দেন যে ট্রাম্প প্রশাসন ভয়েস অফ আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিটজকে বরখাস্ত করার চেষ্টায় যথাযথ পদ্ধতি অনুসরণ করেনি। বিচারক লেককে সাক্ষ্য দেওয়ার জন্যও নির্দেশ দেন, যেখানে তাকে আইনজীবীরা জিজ্ঞাসাবাদ করবেন। ভয়েস অব আমেরিকা বন্ধ করার প্রচেষ্টা ঠেকাতে এজেন্সির একদল কর্মচারী এই মামলা দায়ের করেছিলেন। 

Share this news