Bangla
3 days ago

ভ্যাটিকান সিটি সফরের জন্য কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা

Published :

Updated :

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভ্যাটিকান সিটি সফরের জন্য শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় কাতার ত্যাগ করেছেন।

এমতাবস্থায়, আশা করা হচ্ছে যে অধ্যাপক ইউনূস ইতালি সময় দুপুর ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছাবেন, যেখানে তাকে বাংলাদেশের রাষ্ট্রদূত স্বাগত জানাবেন।

রোমে পৌঁছানোর এক ঘণ্টা পর, শুক্রবার ভোর ৩টা ১৫ মিনিটে তিনি সেন্ট পিটার স্কয়ারে গিয়ে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন। শনিবার সকাল সাড়ে ৯টায় পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে আবারও সেন্ট পিটার স্কয়ারে যাবেন।

কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।

অধ্যাপক ইউনূস রোববার (২৭ এপ্রিল) সকালে রোম ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করবেন এবং সোমবার (২৮ এপ্রিল) ভোরে দেশে ফিরে আসবেন। 

Share this news