Published :
Updated :
অস্ত্রধারীদের দেখামাত্র গুলি চালানোর নির্দেশ সংবলিত চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের ওয়াকিটকি বার্তা ফাঁসের ঘটনায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল অমি দাশকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন পুলিশের রিমান্ড আবেদন শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, তদন্তকারী কর্মকর্তা অমি দাশের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অমি দাশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের টেলিকম ইউনিটের সদস্য হিসেবে খুলশী থানায় ওয়্যারলেস অপারেটরের দায়িত্বে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।
গত ১৭ আগস্ট রাতে খুলশী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘সরকারি গোপনীয়তা আইন, ১৯২৩’ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।