Bangla
8 days ago

যমুনা ও সচিবালয়সহ আশেপাশের এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি ডিএমপির

Published :

Updated :

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং এর আশপাশের এলাকায় সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার (৮ জুলাই) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর-ঈঈঈ/৭৬) এর ২৯ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ সচিবালয়সহ সংলগ্ন এলাকা এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী অঞ্চল — যেমন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান কর্মসূচি বা শোভাযাত্রা আয়োজন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। 

নির্দেশনা ৯ জুলাই (বুধবার) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

Share this news