Bangla
7 days ago

যুবদল নেতা হত্যা মামলায় সুব্রত বাইনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

Published :

Updated :

যুবদল নেতা মো. আরিফ সিকদার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সুব্রত বাইন ওরফে ফতেহ আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব, রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক মো. মাজহারুল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে, আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ডের নির্দেশ দেন।

এর আগে, গত ২৩ জুন তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সুব্রত বাইনের গ্রেপ্তার দেখানোর অনুমোদন দেন আদালত। সেইদিন তাকে কারাগার থেকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করে শুনানি অনুষ্ঠিত হয়। 

মামলার অন্য আসামিরা হলেন: মো. ইয়াছিন (১৯), মো. আসিফ হোসেন (২১), মো. অনিক (১৯), মো. মিরাজ (১৯), মো. আশিক (১৯), মো. ইফতি (২৪), জাফর ইমাম তরফদার মন্টু (৪০), রতন শেখ (৪৫) ও আলিফ (১৯)।

এর আগে গত ২৭ মে যৌথবাহিনী একটি অভিযান চালিয়ে সুব্রত বাইন, মোল্লা মাসুদসহ চারজনকে অস্ত্রসহ আটক করে। পরদিন, হাতিরঝিল থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় সুব্রত বাইনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

Share this news