Bangla
a day ago

যুদ্ধক্ষেত্র নয়, ভারতীয় নাটক সিনেমার মঞ্চ: পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক

Published :

Updated :

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালালে সেটার ঘোষণা দেওয়ার প্রয়োজন হবে না — বিশ্ব নিজেই তা বুঝে যাবে। 

বৃহস্পতিবার (৮ মে) এক সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত ১৫টি শহরে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে নয়াদিল্লির দাবি নাকচ করে দিয়ে তিনি বলেন, এই অভিযোগ ভিত্তিহীন এবং কল্পনাপ্রসূত। ভারতের এই ধরনের কর্মকাণ্ডকে তিনি ‘যুদ্ধের ময়দানের নয়, বরং মঞ্চ ও সিনেমার কল্পিত গল্প’ বলে মন্তব্য করেন।

আহমেদ শরীফ বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত এবং দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব দিতে সক্ষম। তিনি বলেন, ‘যদি ভারত কোনো দুঃসাহস দেখায়, তবে তার কড়া জবাব দেওয়া হবে এবং সেটা হবে এমন, যার খবর সারা বিশ্ব জানতে পারবে। ভারতীয় মিডিয়ার মুখাপেক্ষী থাকতে হবে না।’

এদিকে, নয়াদিল্লির দাবি, ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানে শতাধিক নিহত হয়েছেন এবং সন্ত্রাসী কার্যক্রম চালানোর ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক সর্বদলীয় বৈঠকে এই দাবি করেন।

পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, গতরাতে ভারতের চালানো ড্রোন হামলায় তারা ইসরায়েলি প্রযুক্তির ২৫টি হারোপ ড্রোন ভূপাতিত করেছে। একটি ড্রোন পাকিস্তানের সেনাবাহিনীর সদর দপ্তরের কাছেও ভূপাতিত হয়।

ভারতের দাবি, তারা জম্মু-কাশ্মির, পাঞ্জাব এবং গুজরাটসহ ১৫টি শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। তবে এসব হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখনও নিশ্চিত হয়নি। পাকিস্তান এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।

Share this news