Bangla
4 days ago

যুক্তরাজ্যে পাচার হওয়া সম্পদ জব্দের পদক্ষেপকে টিআইবির সাধুবাদ

Published :

Updated :

বাংলাদেশ থেকে পাচার হওয়া অবৈধ সম্পদের বিরুদ্ধে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) যে উদ্যোগ নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ২৪ মে (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি এ প্রশংসা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল সম্পদ জব্দের ঘটনাটি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা জোরদার করবে এবং পাচার হওয়া অর্থ দ্রুত ফিরিয়ে আনার পথ সুগম করবে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এই জব্দকরণ একটি ইতিবাচক সূচনা হলেও এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা যাবে না। এটি শুধু বৃহৎ পাচারের একটি ক্ষুদ্র অংশ। পতিত কর্তৃত্ববাদী শাসকের পৃষ্ঠপোষকতায় অনেকেই বিপুল সম্পদ বিদেশে পাচার করেছেন, যাদের বিরুদ্ধেও একই ধরনের কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, শুধু যুক্তরাজ্য নয়, যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুরসহ আরও কয়েকটি দেশ দীর্ঘদিন ধরে বাংলাদেশি অর্থপাচারের প্রধান গন্তব্য হয়ে উঠেছে। তাই এসব দেশকেও যুক্তরাজ্যের পথ অনুসরণ করে তাদের আইনি কাঠামোর আওতায় বাংলাদেশি অবৈধ সম্পদ চিহ্নিত ও জব্দ করার আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব দেশ যেন বাংলাদেশের সঙ্গে যৌথ আইনি সহায়তা কার্যকর করে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেয়। একই সঙ্গে বাংলাদেশ সরকারকেও আহ্বান জানানো হয়—এই আন্তর্জাতিক প্রক্রিয়াগুলো কাজে লাগিয়ে অর্থপাচারকারীদের জবাবদিহির আওতায় আনতে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

Share this news